
ফ্রিল্যান্সার নাসিম
Books By Author: ফ্রিল্যান্সার নাসিম
ফ্রিলান্সার নাসিম একজন ফ্রিলান্সার ওয়েব ডেভলপার।তিনি দিনাজপুরের প্রত্যন্ত এলাকা থেকে ওয়েব ডেভলপিং করে সফল ফ্রিলান্সার।তিনি যখন ফ্রিলান্সিংএ আসেন ,তখন তার এলাকাতে ইন্টারনেট এর সার্ভিস সেটাও ভাল ছিল না।অনেক কষ্ট করে ইউটিউব থেকে ভিডিও দেখে নিজে নিজে ওয়েব ডেভলপে স্কিল ডেভলপিং করেছে।তার একটা ইউটিউব চ্যনেল আছে,যেখানে ৯লাখ ফলোয়ার,সেখানে ওয়েব ডেভলপিং এর বিভিন্ন কোডিং নিয়ে টিউটোরিয়াল দিয়ে থাকে।এছাড়া তার ফেসবুক পেজ আছে,তার এফএন্স ক্লাব আছে যেখানে তিনি ফ্রিলান্সিং কাজ শেখান।বই মেলা তে ফ্রিলান্সিং করা নিয়ে তার একটা বই বের হয়েছিল।তিনি ফ্রিলান্সার এই মার্কেটপ্লেস এ টপ ফ্রিলান্সার।
There are no reviews yet.