এম. রুহুল কুদ্দুস সরদার
এম. রুহুল কুদ্স সরদারের জন্ম ১৯৭৮ সালের ১৪ই আগস্ট নাটোর জেলার অন্তর্গত নলডাঙ্গা উপজেলার ভূষণগাছা পূর্বপাড়া গ্রামে। মাধ্যমিক ও কলেজ শিক্ষা নাটোরেই। ছাত্র জীবন থেকেই স্থানীয় পত্রিকায় লেখালেখির হাতেখড়ি। কয়েক বছর যাবৎ বিভিন্ন পত্রপত্রিকায় পােস্ট্রি ও মৎস্য শিল্প বিষয়ে মাঝে মাঝে লিখে থাকেন। ২০০৫ সাল থেকে বাংলাদেশ অ্যাকোয়াকালচার অ্যালাইয়্যান্স এর মাধ্যমে জেলা/উপজেলা পর্যায়ে মৎস্য কর্মকর্তা/কর্মচারী, অগ্রসর চাষী, ডিপাে/আড়ৎ এর মালিক, হ্যাচারী মালিক, মৎস্য খাদ্য উৎপাদনকারী/বিক্রেতা, স্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয় শিক্ষক/ছাত্র, মসজিদের ঈমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে গুড অ্যাকোয়াকালচার প্রাকটিস, হ্যাসাপ, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, কোডেক্স এ্যালিমেন্টারিয়াস, বায়ােফ্লক পদ্ধতিতে মাছ চাষ প্রভৃতি বিষয়ে বিভিন্ন মেয়াদে অসংখ্য প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, যা এখনও চলমান এবং বেশ কয়েকটি বায়ােফুক প্রজেক্টের সাথে সম্পৃক্ত। এছাড়াও হাঁসের সাথে মৎস্য চাষ এবং প্রােল্টি শিল্পের সাথেও সরাসরি তিনি সম্পৃক্ত। সম্প্রতি বায়ােফ্রক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে। একাধিক কর্মসূচীতে অংশগ্রহণ করে এ বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেন।
Showing the single result