
আব্বাস মাহমুদ আল আক্কাদ
আব্বাস মাহমূদ আল আক্কাদ ছিলেন একাধারে কবি , সাহিত্যিক , ভাষাতাত্ত্বিক , সমালোচক , প্রাবন্ধিক , সাংবাদিক , ও জীবনী লেখক । মিশরের জাতীয় পর্যায়ে তিনি ছিলেন শিক্ষা , সংস্কৃতি বিকাশের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। আধুনিক আরবী কথা সাহিত্যে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে “ ইমলাকুল আদাবিল ‘আরাবী” উপাধিতে ভূষিত করা হয়। আব্বাস মাহমূদ আল আক্কাদ মিশরের “আসওয়ান” নগরীর এক মধ্যবিত্ত রক্ষণশীল ধর্মীয় পরিবারে ১৮৮৯ সনে ২৮ জুন শুক্রবার জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মাহমূদ বিন ইব্রাহীম বিন মুস্তফা আল আক্কাদ সৎ ও ধর্মভীরু লোক ছিলেন । আল আক্কাদের মা আল শরীফাহ অত্যন্ত ধার্মিক মহিলা ছিলেন। আধুনিক আরবী সাহিত্যের প্রায় সকল শাখায় রয়েছে ‘ আব্বাস মাহমুদ আল – ‘ আক্কাদের সফল পদচারনা , আরাবী সাহিত্যে তার বহুমুখী প্রতিভার স্বীকৃতি স্বরূপ তাকে “ ইমলাকুল আদিব আল – আরবি ” উপাধিতে ভূষিত করা হয়। তিনি তার সাহিত্যজীবনে প্রায় একশ্ত এর অধিক গ্রন্থ রচনা করেন।
Showing the single result